সত্য ঘটনা থেকে শিখুন :-
এক ভাই লিখেছেন: আমার একটা ডোমেইন আমি ২ ইয়ার ধরে ইউজ করি.... পেজ রেঙ্ক ২
কিন্তু আমার নামে ডোমেইন কন্ট্রোল প্যানেল না হওার কারনে আমি এখন ডোমেইন
ট্রান্সফার ও করতে পারছি না। উলট আমার
কাছ থেকে ৫০ ডলার দিতে বলতেছে,
তাই
ডোমেইন কিনার আগে ভালো ভাবে যাচাই বাছাই করে ডোমেইন কিনবেন। কেন না কিছু
অসাধু ব্যবসায়ী আপনার ডমেইন CONTROL PANEL ওদের হাতে রেখে দেয়। পরে
যখন আপনি HOSTING Tranfer করবেন তখন ডোমেইন কন্ট্রোল প্যানেল দিতে চায়
না। তাই অবশ্যই ডোমেইন কিনার আগে ভালো ভাবে খুজ খবর নিয়ে ডোমেইন কিনবেন ।
এবং কিনার আগে আপনার নামে জাতে ডোমেইন কন্ট্রোল প্যানেল হয় টা বলতে
ভুলতে ভুলবেন না। এবং ডোমেইন কিনার পর আপনার ডোমেইন কন্ট্রোল প্যানেল বুজে
নিন।
কম খরচে ডোমেইন নিয়ে বিপদে পরবেন না। কিনার আগে ভালো ভাবে জেনে বুজে নিন ।